ঘরেই স্ক্র্যাব
ত্বকের সৌন্দর্য বাড়াতে ত্বক কোমল করতে এবং মৃত কোষ দূর করার জন্য স্ক্র্যাব ব্যবহার অপরিহার্য। আমাদের ঘরেই রয়েছে স্ক্র্যাব তৈরির সব উপকরণ। আর তাই এই শীতে আমাদের ত্বকের যত্নে স্ক্র্যাব ঘরেই তৈরি হবে। ত্বকের জন্য স্ক্র্যাব আধা কাপ চিনি, তিন টেবিল চামচ পানি এবং সমপরিমাণ ওলিভ ওয়েল দিয়ে ভালো ভাবে মিশিয়ে স্ক্র্যাব তৈরি করুন। চাইলে পছন্দের পারফিউম বা সামান্য গোলাপ জল মেলাতে পারেন। এই স্ক্র্যাব মুখ, হাত, পা ও গলা ঘাড়ে ঘষে ঘষে মাখুন। যতক্ষণ না আপনার ত্বক কাঙ্ক্ষিত কোমলতা পান। চিনি গলে গেলে পানি...
Posted Under : Health Tips
Viewed#: 349
See details.

